প্রকাশিত পুস্তকের জন্য পুরস্কার ঘোষণা
সকল প্রকাশক / লেখক / লেখিকা / পাঠকের কাছে নিবেদন ।
১ ) ‘অলকেন্দু শেখর পত্রী স্মৃতি সাহিত্য উৎকর্ষ পুরস্কার’ – ( সাহিত্য / শিল্পচেতনা সম্বন্ধে লেখা অগ্রগণ্য )
২) ‘আশিস বন্দ্যোপাধ্যায় স্মৃতি সাহিত্য পুরস্কার' - ( সাহিত্য / কাব্যসাহিত্য অগ্রাধিকার )
৩) ‘শক্তিপদ রাজগুরু স্মৃতি সাহিত্য পুরস্কার’ - ( সাহিত্য / উপন্যাস অগ্রাধিকার )
প্রত্যেকটি পুরস্কারের আর্থিক মূল্য ৩০০০ ( তিন হাজার ) টাকা, উত্তরীয়, মানপত্র ।
পুরস্কার প্রদান করা হবে ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’, ( রেজি. নং. এস ০০০৭৫৬৫ ) বা মনন সাহিত্য সংস্থার মঞ্চ থেকে ।
পুস্তক জমা করার সময়কাল – ১৫ ই মার্চ, ২০২০ থেকে ১৫ ই এপ্রিল, ২০২০ ।
পুরস্কার ঘোষণা – ১৫ ই অক্টোবর, ২০২০ ।
অংশগ্রহণের নিয়মাবলী
১) প্রকাশিত বাংলা বইয়ের ক্ষেত্রেই একমাত্র এই তিনটি পুরস্কার প্রদান করা হবে ।
২ ) ফেব্রুয়ারী, ২০২০ পর্যন্ত প্রকাশিত পুস্তক পুরস্কারের জন্য গৃহীত হবে ।
৩ ) প্রত্যেক প্রকাশক সর্বোচ্চ তিনটে করে ‘টাইটেল’ অর্থাৎ তিনটে করে প্রকাশিত পুস্তক তিনটি পুরস্কারের জন্য আলাদা আলাদা ভাবে প্রদান করতে পারেন ।
৪ ) পুরস্কারের জন্য প্রকাশক / লেখক / পাঠক প্রত্যেকটি পুস্তকের দুইটি করে কপি আমাদের নিচের ঠিকানায় কুরিয়ার / রেজিস্ট্রি করে পাঠাবেন ।
৫ ) প্রত্যেক প্রকাশক তার লেটারহেডে কোন পুস্তক কোন পুরস্কারের জন্য পাঠাচ্ছেন সেটি পরিস্কার লিখবেন, সঙ্গে অবশ্যই প্রকাশকের শেষ ট্রেড লাইসেন্সের কপি দেবেন ।
৬ ) লেখক / লেখিকা নিজেরাও তাদের লেখা পুস্তক একই নিয়মে সাদা কাগজে বা নিজের টাইপ করা লেটার হেডে পুস্তক প্রদান করতে পারেন, দুই কপি করে পুস্তক সাথে দিয়ে প্রত্যেক পুরস্কারের জন্য ।
৭ ) একই প্রকাশকের প্রকাশিত পুস্তক প্রদানের সর্বোচ্চ সীমা যেহেতু তিনটি পুস্তক, তাই লেখক লেখিকার বই যদি সেই প্রকাশকের হয় আর তা যদি তিনটির সীমা অতিক্রম করে যায় তাহলে সেই পুস্তক পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না । তাই লেখক / লেখিকা / পাঠককে অনুরোধ আপনারা অবশ্যই পুস্তক প্রকাশকের সাথে কথা বলে তবেই পুস্তক প্রদান করবেন ।
৮) লেখক লেখিকা নিজে প্রকাশক বা প্রকাশিকা হলে আলাদা করে পুস্তক প্রদান করতেই পারেন ।
৯) সমাজের যে কোনো ব্যক্তি পাঠক / পাঠিকা হিসেবে যে কোনো পুস্তক পুরস্কারের জন্য পাঠাতে পারেন । তবে অবশ্যই সেই পাঠকের / পাঠিকার দায়িত্ব থাকবে লেখকের নাম ঠিকানা ইমেইল আই ডি ফোন নাম্বার আমাদের কাছে পুস্তক প্রদানের সময়ই প্রদান করবেন ।
১০ ) একবার পুরস্কৃত পুস্তক ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ ( মনন সাহিত্য সংস্থা ) ‘র অন্য কোনো পুরস্কারের জন্য দ্বিতীয়বার বিবেচিত হবে না ।
১১ ) সম্পূর্ণ বিচার প্রক্রিয়া ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ অধীন, এই বিষয়ে কোনোরকম তদ্বির বা খোঁজখবর পুস্তক প্রদানের পরে কেউ করবেন না ।
১২ ) ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ গোষ্ঠীর বিচারক মণ্ডলীর নিরপেক্ষ সিদ্ধান্ত এই বিষয়ে চূড়ান্ত ।
পুস্তক পাঠানোর ঠিকানা
‘চন্দ্রপুর মনন ফর লিটারেচার’ ( কম্যুনিকেশান এড্রেস )
প্রজত্নে স্নেহাশীষ চক্রবর্তী
৬৯/১, এস কে দেব রোড
( এস কে দেব রোড সরাকারী আবাসন )
ব্লক – এল /১ ফ্লাট – ১৫
কলকাতা – ৭০০০৪৮
পোস্ট অফিস – শ্রীভূমি থানা – লেকটাউন
পিন – ৭০০০৪৮
( সকলকে অনুরোধ নিয়মাবলী পুঙ্খানুপুঙ্খ পড়ে তারপর ১৫ ই মার্চ, ২০২০ থেকে বই পাঠাবেন )