আনন্দমার্গী কান্দী শাখা এগিয়ে এল দুস্থমানুষের পাশে
রাজকুমার দাস,
সমাজের বহু সমাজসেবামূলক সংস্থার পাশাপাশি মানুষের সেবায় এগিয়ে এসেছে বহু সংগঠন।কোরোনা র মোকাবিলায় মুর্শিদাবাদ জেলার কান্দি তে
আজ আনন্দ মার্গি দের শাখা র কর্মকর্তা রা চাল ডাল তুলে দেন কান্দী শহরের প্রায় আড়াইশো মানুষের মধ্যে।
জীব সেবার মাধ্যমেই মানুষের যে পূর্ন লাভ ,তাই মহামারী কোরোনা র থেকে সাধারণ মানুষের সেবা করে এই মহাবিপদে তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।